1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বহিরাগতদের নিয়ে গোবিপ্রবিতে ছাত্র অধিকার নেতার শোডাউন: শিক্ষার্থীদের বিক্ষোভ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট প্রকাশ হবে জুলাই ঘোষণাপত্র ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র: ভারতের পার্লামেন্টে বিতর্ক, বাংলাদেশ সরকারের ব্যাখ্যা পরীক্ষা ছাড়া পাস: ছাত্রলীগ নেত্রী, ৬ মাস তদন্তহীন জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে দুই উপদেষ্টার স্ট্যাটাস কয়রায় মিঠা পানির তীব্র সংকট, ভরসা শুধু বৃষ্টির পানি উদ্ধারের নামে ফাঁদ, শিশুদের পানিতে ফেলত কুকুর বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে অস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার বর্ষায় ঠান্ডা লেগে ঘন ঘন জ্বর আসছে, কাশি কমছেই না, কিসের লক্ষণ? প্রকৌশল পদ ও ‘বিসিএস ক্যাডার’ সমমানের পদোন্নতি নিয়ে সংকট

বহিরাগতদের নিয়ে গোবিপ্রবিতে ছাত্র অধিকার নেতার শোডাউন: শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪২ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোডাউন দিয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। বহিরাগতদের নিয়ে মোটরসাইকেল শোডাউন ঘিরে চরম ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয় জুড়ে গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের নেতারা ক্যাম্পাসের বিভিন্ন স্থান  মোটরসাইকেলে শোডাউন দেয়। এ সময় অধিকাংশ মোটরসাইকেলে বহিরাগতদের দেখা যায়।

এছাড়া প্রক্টরিয়াল দপ্তর থেকে বাইক ও বহিরাগতদের বিষয়ে বিভিন্ন শর্ত থাকলেও খোদ প্রক্টর অফিসের সামনেই শোডাউন দেয়া হয়। হর্ন বাজিয়ে সৃষ্টি করা হয় উচ্চ শব্দদূষণ, যা চলমান ক্লাসে মারাত্মক বিঘ্ন ঘটায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। প্রক্টর অফিসে উপস্থিত হয়ে ক্ষোভ জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ জানাতে দেখা যায় শিক্ষার্থীদের। 

শিক্ষার্থীরা জানান, শোডাউনের সময় ক্যাম্পাসজুড়ে তৈরি হয় আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ। শিক্ষার্থীদের আবাসিক হল ও প্রশাসনিক ভবনের সামনে হর্ন বাজানো এবং বাইকের আওয়াজে স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ভেঙে পড়ে। পুরো ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বহিরাগতদের উপস্থিতি এবং শৃঙ্খলা ভঙ্গের চিত্র। 

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগত প্রবেশ ও মোটরসাইকেল শোডাউন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দও তীব্র ক্ষোভ জানিয়েছেন। তারা প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বেলাল হোসেন আরিয়ান বলেন, “আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকের বহিরাগতদের বাইক শোডাউনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ‎

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তোহা আজ বহিরাগত লোকজন নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে বাইক শোডাউন করেছে। এই কর্মকাণ্ড অতীতে দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ চালিয়ে এসেছে, যা ছিল ক্যাম্পাস রাজনীতিকে কলুষিত করার এক ভয়ংকর সংস্কৃতি। আজকের এই ঘটনা সেই পুরনো সংস্কৃতিকে আবার প্রতিষ্ঠা করার একটি অপচেষ্টা।”

গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ বলেন, আজকের এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এটা অপ্রত্যাশিত। জুলাই ২৪ পরবর্তী সময়ে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত নিয়ে বাইক শোডাউন কোনো ভাবেই মানা যায় না। আমরা বিশ্বাস করি তারা তাদের পরবর্তী কার্যক্রম গুলো শিক্ষার্থী সংশ্লিষ্টতায় করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগত প্রবেশ করয়ে বাইক শোডাউন মোটেও উচিত হয়নি, পূর্বে ছাত্রলীগের ধারার রাজনীতির পথে হাঁটছে তারা। তাদের এ কার্যক্রম শিক্ষার্থীদের মনে ভয়ের সৃষ্টি করেছে, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য হুমকি এটি।”

বহিরাগতদের এমন শোডাউনে ক্ষোভ জানান ইসলামী ছাত্র আন্দোলনও। সংগঠনটির সভাপতি মঈনুদ্দিন সিফাত বলেন, এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ প্রশাসনকে নিতে হবে, অন্যথায় আইন তুলে দিতে হবে। যে আইন প্রয়োগ করার সক্ষমতা প্রশাসন রাখবে না, শিক্ষার্থীদের সামনে দুই দিন পর পর সে আইনের মূলা ঝুলানো বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলে এমন ন্যাক্কারজনক কাজের উচিত জবাব দিতে আমরা প্রস্তুত।

এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব বলেন,  যারা নিষেধাজ্ঞা অমান্য করেছে, তাদেরকে ডেকে কথা বলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews