সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা-তে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ
ঠিকানা: সাভার সেনানিবাস, ঢাকা
ওয়েবসাইট: www.spscsavarcantt.edu.bd
ক. শিক্ষক পদ: ক্রমিক নং বিষয় পদের নাম, বেতন গ্রেড ও পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মন্তব্য
১। গণিত প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)
(১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং অনলাইন আবেদনকারীকে অবশ্যই বিষয়ভিত্তিক নিবন্ধন থাকতে হবে।
(২) সিনিয়র শিক্ষক পদের জন্য অনলাইন শিক্ষক নিবন্ধন হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতি বছর পহেলা জানুয়ারি পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী উৎসব বোনাস, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
২। বাংলা প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন) ৩। ইংরেজি প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)
৪। বিজ্ঞান প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)
৫। সমাজবিজ্ঞান প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)
৬। জীববিজ্ঞান প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)
খ. কর্মচারী পদ: ক্রমিক নং পদের নাম, সংখ্যা ও বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মন্তব্য
১। আইটি টেকনিশিয়ান-১ (গ্রেড-১৬তম) ১ জন
১। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (কম্পিউটার) বা বিএসসি/সমমানের ডিগ্রিধারীরা।
২। এআইটি প্রতিষ্ঠান হতে মাল্টিমিডিয়া, প্রজেক্টর, প্রিন্টিং, ল্যান/WAN এর কাজ জানতে হবে।
৩। কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার ট্রাবল সুটিং এর উপর ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
৪। প্রতিষ্ঠানটি প্রিন্টিং/পাবলিকেশন প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
২। সিকিউরিটি গার্ড ইনচার্জ-১ (গ্রেড-১৬তম) ১ জন
১। অবসরপ্রাপ্ত সেনা সদস্য/সমমানের পদ থেকে উচ্চতর শিক্ষা সম্পন্ন।
২। অনাবাসিক প্রতিষ্ঠানে সিকিউরিটি ইনচার্জ/কো-অর্ডিনেটর হিসাবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
৩। সেনাবাহিনী হতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট/সার্জেন্ট মেজর পদমর্যাদার অগ্রাধিকার পাবেন। (এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
৩। বাবুর্চি-১ (গ্রেড-১৮তম) ১ জন
১। এসএসসি/সমমান পাশ ও অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
২। এ ও গ্রেড প্রতিষ্ঠান যেমন, ক্যান্টনমেন্ট ও উভয় ইংরেজি রান্নার ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতাসম্পন্ন (উচ্চ প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মানের)
৩। শুধুমাত্র সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৫ আবেদন প্রক্রিয়া: