1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক এবং কর্মচারী নিয়োগ - টেলিগ্রাফ বাংলাদেশ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুরা কী? এর পটভূমি, ঐতিহাসিক গুরুত্ব, ও প্রচলিত বিতর্ক ক্ষিপ্ত জনপ্রতিনিধিদের নৃশংসতা: সালিস না মানায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ ভারতে ব্যাপক ধরপাকড়: ২০০ ‘অবৈধ বাংলাদেশি’কে বিশেষ বিমানে সীমান্তে ‘দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না’: নির্বাচন ইস্যুতে সালাহউদ্দিন আহমদ বাউবির এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শণ করেন যশোরের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ এনসিপি নেতার মোদি সরকারকে ‘কসাই’ আখ্যা, ‘খুনি হাসিনাকে ফেরত পাঠানোর’ দাবি ইরান ছাড়লেন আইএইএ পরিদর্শকরা: তেহরান-জাতিসংঘ পরমাণু সম্পর্কে নতুন অনিশ্চয়তা রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দিনাজপুরে একই বাড়ির ৮ জন দগ্ধ বাংলাদেশ সফর স্থগিত করল ভারত, নতুন সূচি ২০২৬ সালের সেপ্টেম্বর শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক এবং কর্মচারী নিয়োগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১ জন খবরটি পড়েছেন

সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা-তে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ
ঠিকানা: সাভার সেনানিবাস, ঢাকা
ওয়েবসাইট: www.spscsavarcantt.edu.bd

ক. শিক্ষক পদ: ক্রমিক নং বিষয় পদের নাম, বেতন গ্রেড ও পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মন্তব্য

১। গণিত প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)

(১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং অনলাইন আবেদনকারীকে অবশ্যই বিষয়ভিত্তিক নিবন্ধন থাকতে হবে।

(২) সিনিয়র শিক্ষক পদের জন্য অনলাইন শিক্ষক নিবন্ধন হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

প্রতি বছর পহেলা জানুয়ারি পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী উৎসব বোনাস, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

২। বাংলা প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন) ৩। ইংরেজি প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)

৪। বিজ্ঞান প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)

৫। সমাজবিজ্ঞান প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)

৬। জীববিজ্ঞান প্রভাষক গ্রেড-৯ম (১ জন), সহকারী শিক্ষক গ্রেড-১০ম (১ জন)

খ. কর্মচারী পদ: ক্রমিক নং পদের নাম, সংখ্যা ও বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মন্তব্য 

১। আইটি টেকনিশিয়ান-১ (গ্রেড-১৬তম) ১ জন

১। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (কম্পিউটার) বা বিএসসি/সমমানের ডিগ্রিধারীরা।

২। এআইটি প্রতিষ্ঠান হতে মাল্টিমিডিয়া, প্রজেক্টর, প্রিন্টিং, ল্যান/WAN এর কাজ জানতে হবে।

৩। কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার ট্রাবল সুটিং এর উপর ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

৪। প্রতিষ্ঠানটি প্রিন্টিং/পাবলিকেশন প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করতে হবে।

২। সিকিউরিটি গার্ড ইনচার্জ-১ (গ্রেড-১৬তম) ১ জন

১। অবসরপ্রাপ্ত সেনা সদস্য/সমমানের পদ থেকে উচ্চতর শিক্ষা সম্পন্ন।

২। অনাবাসিক প্রতিষ্ঠানে সিকিউরিটি ইনচার্জ/কো-অর্ডিনেটর হিসাবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

৩। সেনাবাহিনী হতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট/সার্জেন্ট মেজর পদমর্যাদার অগ্রাধিকার পাবেন। (এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।

৩। বাবুর্চি-১ (গ্রেড-১৮তম) ১ জন

১। এসএসসি/সমমান পাশ ও অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

২। এ ও গ্রেড প্রতিষ্ঠান যেমন, ক্যান্টনমেন্ট ও উভয় ইংরেজি রান্নার ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতাসম্পন্ন (উচ্চ প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মানের)

৩। শুধুমাত্র সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৫ আবেদন প্রক্রিয়া:

  • আবেদনকারীকে অনলাইনে www.spscsavarcantt.edu.bd অথবা https://spscsavarcanttjobs.apply.ac ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
  • আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান করে আপলোড করতে হবে।
  • শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রভাষক পদের জন্য ১০০০/- টাকা, এবং আইটি টেকনিশিয়ান/সিকিউরিটি গার্ড ইনচার্জ/বাবুর্চি পদের জন্য ৫০০/- টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদন ফি মানি রসিদ (Money Receipt) হিসেবে জমা দিতে হবে এবং এর রসিদটি কার্ড ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে।
    অন্যান্য তথ্য:
  • লিখিত পরীক্ষার তারিখ ১৬ জুলাই ২০২৫ তারিখ বুধবার ১০:০০ ঘটিকা।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ডেমোনস্ট্রেশন পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
  • প্রার্থীদের পরীক্ষার ফলাফলের জন্য কোনো প্রকার তদবির করা যাবে না।
  • কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ছাড়াই যেকোনো আবেদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
  • সূত্র: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews