ডেস্ক নিউজ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। সোমবার (৭ জুলাই) শুনানির সময় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শেখ হাসিনাকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকে কেন্দ্র করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ১ জুলাই প্রথম দিনের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেদিনের শুনানাটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
গত ১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয়। ওইদিন আদালতে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর তাজুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার এবং মিজানুল ইসলাম। তদন্ত সংস্থা ১২ মে দাখিল করা প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই-আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে।
গত ১৮ ফেব্রুয়ারি আদালত নির্দেশ দেয় যে, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। একই ধরনের আরেক মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর আদালত শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসে শেষ করার নির্দেশ দিয়েছিল।
অভিযোগপত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়কার নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ। অভিযুক্তদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশনার অভিযোগ আনা হয়েছে।