1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
যুক্তরাষ্ট্রসহ আট দেশে প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু করতে চায় ইসি - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি নাগরিক উত্তর ইরাকের গুহায় মিথেন গ্যাসের বিষক্রিয়ায় ১২ তুর্কি সেনার মৃত্যু বাংলাদেশের মূল্যস্ফীতি ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন: জুনে ৮.৪৮ শতাংশে নেমেছে ইতিহাস গড়া নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা, তবে আটকে আছে পুরনো বোনাস যুক্তরাষ্ট্রসহ আট দেশে প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু করতে চায় ইসি যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, যুবক আটক এসএসসি’র রেজাল্ট দেখবেন যেভাবে লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পিয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার হাফ প্যান্টের ‘এআই’ ছবি ভাইরাল: সম্মানহানির অভিযোগ ডা. তাসনিম জারার কুড়িগ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসক সংকট: আড়াই লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১ জন!

যুক্তরাষ্ট্রসহ আট দেশে প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরু করতে চায় ইসি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান ও ওমান—এই আট দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সোমবার (৭ জুলাই) বলেন, “এই আট দেশে কার্যক্রম শুরুর জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষায় আছি।” তিনি আরও জানান, ডিসেম্বর মাসের মধ্যেই এ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের লক্ষ্যে কাজ চলছে।

জাপানে এই মাসেই প্রবাসীদের এনআইডি কার্যক্রম উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে এখনো নির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত করা সম্ভব হয়নি, কারণ এতে কিছু প্রযুক্তিগত দিক জড়িত রয়েছে।

গত ২ জুলাই পররাষ্ট্র সচিবকে দেওয়া একটি চিঠিতে ইসি জানিয়েছে, বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি দিতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

অবশিষ্ট ৩১টি দেশের মধ্যে আটটিতে এবার অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, জাপানে এনআইডি কার্যক্রম শুরুর জন্য গত ২৫ মে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মতি দিয়েছে, এবং ১৫ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইসির তথ্যমতে, বর্তমানে নয়টি দেশে চলমান এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৩২ জন প্রবাসী আবেদন করেছেন। এর মধ্যে ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে এবং ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। বাতিল হয়েছে ৩ হাজার ৬৭৭টি আবেদন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews