কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ও শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক। তার বাড়ি ঢাকার মিরপুরে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তারা একই বিভাগের এবং একই হলের শিক্ষার্থী। তাদের বাড়ি বগুড়া জেলায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী জানান, সোমবার রাতে বিভাগের চারজন শিক্ষার্থী এবং একজন আরবি বিভাগের শিক্ষার্থী মিলে কক্সবাজার ভ্রমণে যান। ভোর সাড়ে ৫টার দিকে হিমছড়ি সৈকতে ঘুরতে গিয়ে তিনজন সমুদ্রে গোসলে নামেন।
তাদের সহপাঠীদের একজন বলেন, “গোসলের সময় হঠাৎ একটি বড় ঢেউ এসে তিনজনকে সাগরে ভাসিয়ে নিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেদের খবর দিই, কিন্তু তারা সবাইকে উদ্ধার করতে পারেননি।”
পরবর্তীতে কে এম সাদমান রহমানের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও অন্য দুজনের সন্ধান এখনও মেলেনি। নিখোঁজদের খুঁজে পেতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসিফ খান জানান, একজনের মরদেহ ভেসে আসার পর তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন।