নেত্রকোণা প্রতিনিধি।
দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়, যা উপজেলা বিএনপিতে প্রাণসঞ্চার করে।
এই সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক এমএ খায়ের। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান ভূঁইয়া।
এই সম্মেলন ঘিরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সম্মেলনের দিন সকাল থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকদের স্লোগানে মুখর ছিল অনুষ্ঠানস্থল।
সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এই আয়োজনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ।
এই সম্মেলনে নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী-সহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন এমএ খায়ের এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান পাঠান বাবুল।
সম্মেলনে সভাপতি পদে চার জন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।