বিডিটেলিগ্রাফ ডেস্ক।
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ওএমআর উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে পূরণ করানোর অভিযোগে আটজন পরীক্ষককে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানায়।
জানা যায়, বহিষ্কৃত পরীক্ষকদের মধ্যে রয়েছেন ঢাকার সাভার, যাত্রাবাড়ী, নবাবগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা শিক্ষার্থীদের মাধ্যমে ওএমআর ফরম পূরণ করিয়ে পরীক্ষার নিয়ম লঙ্ঘন করেন। এ সংক্রান্ত একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বোর্ডের দৃষ্টিগোচর হয়।
পরবর্তীতে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলে তারা সবাই দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তদন্তে তাদের জড়িত থাকার প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, এই পরীক্ষকরা ভবিষ্যতে আর কোনো পাবলিক পরীক্ষায় সংশ্লিষ্ট হতে পারবেন না। তাদের বিরুদ্ধে নেওয়া এই শাস্তিমূলক পদক্ষেপ শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।