রাজধানীর সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যেকার ৪ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থেমেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ৩টা সাইন্সল্যাব সংলগ্ন সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুহম্মদ তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করছেন। অন্যদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ গেটে অবস্থান করছেন। তারা ধীরে ধীরে ক্যাম্পাস ত্যাগ করা শুরু করেছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সাইন্সল্যাবে যান চলা চলাচল স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন তারা যদি আইনগতভাবে সাহায্য নিতে চায়, তাহলে পুলিশের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
এদিকে বেলা ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের দুই এইচএসসি পরীক্ষার্থীকে চলন্ত রিকক্সা থামিয়ে মারধর করে ঢাকা কলেজে কিছু শিক্ষার্থী। এ সময় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর এইচএসসির এডমিট কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।
এর আগে সকাল ১১টায় পূর্বের ঘটনার জের ধরে সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের কতিপয় শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সিটি ও ঢাকা কলেজের উভয় কলেজের দুই শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়। পরবর্তীতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়।