বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে মাধ্যমিকের পূর্বের দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বান করা হবে।
সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি ইতোমধ্যে পিপিআর ২০০৮-এর বিধি ৮৩(১)(ক) সংশোধন করে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১৫ দিন করেছে। যদিও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা এনসিটিবি কোনো মন্তব্য করেনি।
তবে প্রেস ও পেপার মালিকরা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের দাবি, বিদেশিদের হাতে কাজ গেলে দেশীয় মুদ্রণ শিল্প ধসে পড়বে, ১০–১২ লাখ মানুষ বেকার হয়ে পড়বে এবং প্রায় ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। তারা আশঙ্কা করছেন, বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত কম দামে কাজ পেয়ে বাজার দখল করতে পারে।