চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদ্মা নদী থেকে এ মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহলদল নৌকাযোগে সন্দেহভাজনদের অনুসরণ করে। এ সময় নৌকায় থাকা দুই চোরাকারবারি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে হেরোইনসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
পলাতক চোরাকারবারিদের পরিচয়ও নিশ্চিত করেছে বিজিবি। তারা হলেন-চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের আব্দুল করিম (৩৫) ও মো. ওয়াসিম (৩১)। এ ঘটনায় তাদের আসামি করে সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।