কিডনির সমস্যা দেখা দিলে শরীরে নির্দিষ্ট কিছু জায়গায় ব্যথা অনুভূত হয়, যা সমস্যা ও তীব্রতার ওপর নির্ভর করে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ব্যথা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সাধারণত কিডনির ব্যথা পিঠের উপরের অংশ বা মেরুদণ্ডের দুপাশে, অর্থাৎ কোমরের একটু ওপরে অনুভূত হয়। অনেক ক্ষেত্রে এই ব্যথা একদিকে বা দুদিকেই হতে পারে। কিডনিতে পাথর বা সংক্রমণ থাকলে ব্যথা কোমরের নিচের দিকে ছড়িয়ে পড়ে।
এ ছাড়া পেটের পাশের অংশেও টান বা ভারীভাব অনুভব হতে পারে, বিশেষ করে কিডনিতে ফোলাভাব বা সংক্রমণ দেখা দিলে। পাথর নিচের দিকে নেমে এলে ব্যথা তলপেট ও মূত্রথলির আশপাশে ছড়িয়ে পড়ে, যা কখনও কুঁচকি ও উরু পর্যন্তও পৌঁছে যায়।
শুধু ব্যথাই নয়, কিডনির সমস্যায় আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন— প্রস্রাবের সময় জ্বালা, ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবে রক্ত বা ফেনা দেখা, হাত-পা বা চোখের চারপাশ ফুলে যাওয়া, এমনকি জ্বর, বমি বা ঠান্ডা লাগা। বিশেষজ্ঞরা মনে করেন, এসব উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।