জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির অধীন সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ২০তম গ্রেডে ১৮ পদে ১১৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৩ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
আবেদন ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মোংলা বন্দর কর্তৃপক্ষ;১. পদের নাম: হাইড্রোগ্রাফার;
পদসংখ্যা: ১টি;বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা: গণিত, পদার্থ ও ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন;
২. পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌযান/নৌ-ভান্ডার);
পদসংখ্যা: ১টি;বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা: নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি বা ডিওটি দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (নৌ);পদসংখ্যা: ১টি;বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);আবেদনের যোগ্যতা: নৌ বা জাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
৪. পদের নাম: প্রথম শ্রেণির ড্রাইভার;পদসংখ্যা: ১টি;বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণির ড্রাইভার হিসেবে সনদসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন;
৫. পদের নাম: ওয়্যারলেস অপারেটর;পদসংখ্যা: ৫টি;বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস ও ওয়্যারলেস অপারেটর হিসেবে সনদসহ কমপক্ষে প্রতি মিনিটে ১২টি শব্দ আদান-প্রদানে সক্ষম হতে হবে;
৬. পদের নাম: লাইটকিপার;পদসংখ্যা: ৪টি;বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
৭. পদের নাম: দ্বিতীয় শ্রেণির ড্রাইভার;পদসংখ্যা: ২টি;বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদসহ অভিজ্ঞতা থাকতে হবে;
৮. পদের নাম: গ্রিজার কাম পাম্প ড্রাইভার;পদসংখ্যা: ১টি;বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
৯. পদের নাম: কার্পেন্টার;পদসংখ্যা: ১টি;বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। কার্পেন্টারশিপে ট্রেড সার্টিফিকেটসহ তিন বছরের অভিজ্ঞতা হবে;
১০. পদের নাম: গ্যাস কাটার;পদসংখ্যা: ১টি;বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);আবেদনের যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস ও ডিপিটিসি সনদ থাকতে হবে;
১১. পদের নাম: গ্রিজার;পদসংখ্যা: ৭টি;বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);আবেদনের যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস হতে হবে ও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটসহ জাহাজে কাজ করার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
১২. পদের নাম: কচ্ছব (ডেক);পদসংখ্যা: ১টি;বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। কচ্ছব হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
১৩. পদের নাম: লস্কর;পদসংখ্যা: ৪৬টি;বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);আবেদনের যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস হতে হবে;
১৪. পদের নাম: ভান্ডারি;পদসংখ্যা: ৩০টি;বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);আবেদনের যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
১৫. পদের নাম: কুক;পদসংখ্যা: ২টি;বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। রান্নার কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ক্যাটারিংয়ে ডিপ্লোমা পাওয়া প্রার্থীও অগ্রাধিকার পাবেন;
১৬. পদের নাম: টোপাস;পদসংখ্যা: ৪টি;বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে;
১৭. পদের নাম: সেলুন বয়;পদসংখ্যা: ২টি;বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হবে;
১৮. পদের নাম: মাঝি;পদসংখ্যা: ৩টি;বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);আবেদনের যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং দেশি নৌকা চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ অক্টোবর ২০২৫ তারিখে);আবেদন যেভাবে—আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;আবেদন ফি—টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা,৪ নম্বর পদের জন্য ১৭২ টাকা, ৫ থেকে ১০ নম্বর পদের জন্য ১২১ টাকা, ১১ থেকে ১৮ নম্বর পদের জন্য ৬৯ টাকা,ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৬৯ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



