অভয়নগর প্রতিনিধি।
নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু মতবিনিময় করেছেন। বুধবার সকাল ১১টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান,সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়,আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী রেজাউল করিম, আনিসুর রহমান ফরাজী, তাওহীদ হাসান উসামা, রাজয় রাব্বি প্রমুখ।