হৃদযন্ত্রের ধমনিতে ব্লক শনাক্ত ও চিকিৎসায় এখন ব্যবহৃত হচ্ছে উন্নতমানের অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি বা OCT প্রযুক্তি, যা অ্যাঞ্জিওপ্লাস্টিকে করেছে আরও নিখুঁত ও কার্যকর।
আগে অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে ধমনিতে ব্লকেজ শনাক্ত করা হলেও, ব্লকের ধরন বা গঠন স্পষ্টভাবে বোঝা যেত না। ফলে স্টেন্ট বসানোর সময় কিছুটা অনুমানের ওপর নির্ভর করতে হতো, যা পরবর্তীতে পুনরায় ব্লকেজের আশঙ্কা বাড়াতো।
এখন OCT প্রযুক্তির সাহায্যে ধমনির ভেতরের জমাট ফ্যাট, ক্যালসিয়াম ও ফাইবারসহ ব্লকেজের প্রকৃতি ও অবস্থান স্পষ্টভাবে দেখা যায়। আলো নির্ভর এই ইমেজিং পদ্ধতিতে ধমনির অত্যন্ত সূক্ষ্ম ছবি পাওয়া যায়, যার ভিত্তিতে স্টেন্টের সঠিক স্থান নির্ধারণ করা সহজ হয়।
কার্ডিয়াক সার্জন ডা. দেবদত্ত ভট্টাচার্য বলেন, “এই পদ্ধতির ফলে স্টেন্ট পুরোপুরি খোলে, ফলে পুনরায় ব্লক হওয়ার সম্ভাবনা মাত্র এক থেকে দুই শতাংশে নেমে এসেছে।”
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাঞ্জিওপ্লাস্টির আগে হাসপাতালে OCT সুবিধা আছে কিনা তা জেনে নেওয়া উচিত, কারণ এই প্রযুক্তি চিকিৎসার সফলতার হার বহুগুণে বাড়ায়।