বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাকের পার্টি’র জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্টির পৌর কমিটির সভাপতি মাস্টার আব্দুর রহিম। জনসভায় প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জাকের পার্টির সভাপতি হাজী মহিদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, পার্টির বিভাগীয় সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুর হাসান, যশোর জেলা কমিটির সহ সভাপতি ফারুক হোসেন, যুব ওলামা ফ্রন্ট সভাপতি মাওলানা আব্দুস সবুর, পার্টির উপজেলা কমিটি সভাপতি মাসুদ কবির। এসময় উপস্থিত ছিলেন, জাকের পার্টি নেতা মহব্বত হোসেন, আব্দুল হালিম, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি তৌহিদুর রহমান, উপজেলা ফ্রন্টের সভাপতি কবির হোসেন প্রমুখ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।