মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে আলোচনা করেন দলের নেতৃবৃন্দ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বক্তারা বলেন, যুবদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে।
তারা বলেন, ভবিষ্যতেও যুবদল জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন – উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম কাইয়ুম, নোমান আহমেদ, মেহেদী হাসান সাহস, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি।
এই আয়োজনে আরো বক্তব্য রাখেন – উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, এম রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মুকুল, আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুগ্ন-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আব্বাসী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব জামাল উদ্দিন মাস্টার। এছাড়া বক্তব্য রাখেন – পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক হারেজ গণি।
সমাবেশে আলোচনা শেষে সোমেশ্বরী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন দলের নেতাকর্মীরা ।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন দুর্গাপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করে।