বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের সুপারিশ অনুযায়ী ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ আইন পাস না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে— এমন প্রস্তাব সংবিধানের পরিপন্থী ও হাস্যকর। তিনি বলেন, “পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল ওই বৈঠকে অংশ নেয়।
সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্য কমিশন নিজেদের দায়মুক্তির পথ খোঁজার জন্যই এমন সুপারিশ করেছে। তবে আইনানুগ ও সাংবিধানিক বিবেচনায় সরকার যথাযথ সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠক শেষে তিনি জানান, জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রতিটি দলের নিজস্ব প্রতীকে নির্বাচনের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়েছে বিএনপি। এ বিষয়ে আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করা হবে।
ঐকমত্য কমিশনের প্রতিবেদন সম্পর্কে সালাহউদ্দিন বলেন, এতে অনেক অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে বিএনপি একমত নয়। তিনি আরও জানান, বিএনপির সঙ্গে কমিশনের আলোচনা ছাড়াই এসব সুপারিশ জমা দেওয়া হয়েছে, এবং দলটি দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক মত জানাবে।
এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদনটি তুলে দেন।