ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সদর থানাধীন নবগ্রাম সাকিনে জনৈক রিয়াজুল হক মোল্লার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। পরে একই দিনে ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা গ্রামের রুবেল তালুকদারের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় ৩ জন কে।
গ্রেফতারকৃতরা হলেন— নাছিমা বেগম (৫৪), স্বামী আবুল হোসেন, সাং-দক্ষিণ ভিটাবাড়িয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর; ছখিনা বেগম (৪০), পিতা মৃত আব্দুল মান্নান মোল্লা, সাং-মোচনা, ইউপি-বেড়ারবাজার, থানা ও জেলা-গোপালগঞ্জ; এবং বিলাশ (৩০), পিতা মৃত ওমর আলী হাওলাদার, মাতা তাসলিমা বেগম, সাং-দিয়ারচর, ইউপি-চরামুদ্দি, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল।
ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ওজন আনুমানিক ৮ কেজি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে নিশ্চিত করা হয়েছে।