রাকিবুল হাসান, কুড়িগ্ৰাম প্রতিনিধি।
পিতার কাছে ১৫০ শতক সম্পওি দখলের চেষ্টা শালিসে পিতার অস্বীকার শিরোনামে ২/৩ টি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত পক্ষে সুস্থ পিতা স্বজ্ঞানে তার ৩ (তিন) পুএের নামে ঐ জমি দলিল করে দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায় জমির প্রকৃত মালিক আব্দুল হাকিম সরকার। তিনি সন্তানদের ভালোবাসায় মুগ্ধ হয়ে স্বজ্ঞানে ৩ ( তিন) পুএ মিজানুর, মমিনুর, ও বাচ্চুর নামে ১৫০ শতক জমি রেজিষ্টারী করে দেয়। এরই বাদ সেজে আব্দুল হাকিমের দ্বিতীয় স্ত্রীর পক্ষে একটি কুচক্রি মহল ওয়ারিশ এনে তার মাধ্যমে আব্দুল হাকিম কে অসুস্থ বানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগসহ হাতে গনা ২/৩ টি মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করে।
এলাকার বয়োজোষ্ঠ্য মালেকা (৭৮) ছালেহা (৭০) সহ অনেকেই জানান আব্দুল হাকিম সরকারের দ্বিতীয় স্ত্রী মর্জিনা বেগম থাকলেও প্রায় ২৫/৩০ বছর আগে তাকে তার স্বামী আব্দুল হাকিম সরকার তালাক দিয়েছে। আমরা শুনেছি তারপর মর্জিনা বেগমের অন্যএ বিয়েও হয়েছে। দীর্ঘ কয়েক বছর পরে সম্পওির লোভে একটি কুচক্তি মহলের পরামর্শে নাটকীয় ভাবে আব্দুল হাকিম কে স্বামী হিসাবে দাবী করছেন।
আব্দুল হাকিমের পরিবার জানায় সুস্থ পিতা ছেলেদের নামে জমির রেজিষ্টেরী করে দেওয়ার পরেও কতিপয় ব্যক্তি তাদের কাছে অর্থের দাবী সহ নানা প্রকার হুমকি ধামকি দিয়ে আসছে এ অবস্থায় তারা নিরাপত্তা হীনতায় ভূগছে।