নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসকেরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুল আজিজ, ডা. শাকির হোসেন প্রমূখ।
গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে হামলাকারীরা হাসপাতালের জরুরি বিভাগে সঙ্ঘবদ্ধ হামলা করে আতঙ্কজনক পরিবেশ তৈরি করেন। এ সময় আমাদের একজন চিকিৎসকসহ চারজনকে তারা মারধর করেন। এতে রোগী ও চিকিৎসকেরা ভয় পেয়ে যান, চিকিৎসকদের অনেকে ভয়ে কর্মস্থল ত্যাগ করেন। এটি চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। হাসপাতালটিতে চিকিৎসকসহ কর্মচারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে দাবি করে বক্তারা চিকিৎসক ও কর্মচারীদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের রাহিম ইসলামের ৩বছর ছেলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রোগী আশংঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে রেফার করা হয়। কিন্তু পথমধ্যে তার মৃত্যু হলে রোগীর আত্মীয় স্বজনরা রাত আটটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ঢুকে মেডিকেল অফিসার আব্দুল আজিজের উপর হামলা চালায়। এসময় কর্তব্যরত চিকিৎসককে রক্ষার্থে এগিয়ে গেলে উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান ও তার গাড়ী চালক নুরুজ্জামানসহ চারজন হামলার শিকার হন। পরে এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে একটি মামলা হয়। হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখ করে ১০/১৫জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।