মুহাম্মদপুর প্রতিনিধি।
মাগুরার মহম্মদপুর উপজেলা গ্রামীণ ব্যাংক শাখায় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায়।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার বিল্লাল হোসেন মৃধা জানান, আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক ভবনে আগুন লাগার পর তারা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। এতে ব্যাংকের বিভিন্ন প্রয়োজনীয় নথি ও আসবাবপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি, তদন্ত চলছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, অগ্নিকাণ্ড কারও ইচ্ছাকৃত কাজ কি না বা অন্য কোনো কারণে ঘটেছে—তা তদন্ত করা হচ্ছে। ব্যাংকে মোট কতটুকু ক্ষতি হয়েছে, তাও তদন্তের পর নিরূপণ করা হবে।