আশুলিয়ার পলান পাড়া এলাকায় গড়ে উঠেছে এক বিশাল কিশোর গ্যাং। এই গ্যাং পরিচালনা করেন রাজু বেপারী নামের এক ব্যক্তি।
রাজু বেপারী কাঠগড়া পলান পাড়া এলাকার করম আলী বেপারীর ছেলে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর২১) রাত একটার দিকে রাজু বেপারীর নেতৃত্বাধীন কিছু সংখ্যক কিশোর, কাঠগড়া পশ্চিমপাড়ার একটি মহল্লায় চলাচলের রাস্তা বন্ধ করে আড্ডা দিতে থাকে। এ সময় , আলামিন নামের এক ব্যক্তি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন । তিনি ওই সস্থানে পৌছালে রাব্বি নামের কিশোর তার গতিরোধ করে এবং অপমান অপদস্থ করে।
পরদিন সকালে, রাব্বি আবারো তার দলবল নিয়ে আলামিনকে মারধর করার উদ্দেশ্যে তার বাড়িতে আসলে আলামিনের ভাই তাদেরকে ধাওয়া দে ওয়ার কারনে রাব্বি তার সঙ্গীদের নিয়ে চলে যায়।
পরবর্তীতে রাব্বি তার লিডার রাজু বেপারীসহ শতাধিক কিশোর নিয়ে আসে এবং আলামিনের ভাইকে মারধর করে।
এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি জিডি রুজু হয়েছে। জিডি নং-১০৪৬ ও ১০৪৭, তাং-১২/১১/২১ ইং ।
জানা যায়, একই মহল্লার হাবিল কসাইয়ের ছেলে বাবুর বাড়িতে তারা রাতে আশ্রয় নেয় এবং চুরি,ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে।