কুষ্টিয়ার ভেড়ামারায় এক ইজবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম কোরবান আলী মোল্লা (৫৫)। তিনি জেলার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত জান আলী মোল্লার ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।
পরিবার ও পুলিশ জানায়, গত বুধবার ইজিবাইক নিয়ে বের হয়ে তিনি আর বাড়ি ফিরে আসেন নি। এসময় তার মোবাইল ফোনটিও বন্ধ থাকায় পরেরদিন তার ছেলে মোমিন মোল্লা মিরপুর থানায় জিডি করেন ।
নিখোঁজের ৩দিন পরে কোরবান আলীর অর্ধগলিত মরদেহ শনিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মনিপার্কের পেছনের কটা মল্লিকের পুকুর ধারে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
রোববার (১৪ নভেম্বর) সকালে নিহতের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।