অভয়নগরে ১২৭৫ জন কৃষক/কৃষানীদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে আলোচনা সভা ও বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
সভায় অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা বিশ্বেশ্বর মন্ডল ।
আলোচনা সভা শেষে কৃষক/কৃষানীদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয় ।