1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
উৎসব মুখর পরিবেশে অভয়নগরে প্রথম দিনে ৭৯২ এইচএসসি পরীক্ষার্থী টিকা গ্রহণ - টেলিগ্রাফ বাংলাদেশ
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন চলবে ২১ মার্চ পর্যন্ত লবণ রপ্তানি ও বায়ুশক্তি: কক্সবাজারের নতুন অর্থনৈতিক সম্ভাবনা রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সংকট, তহবিল বৃদ্ধির আহ্বান জাতিসংঘ মহাসচিবের ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেলো গৌরীপুরে ২৪ জন গৌরীপুর ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত  শ্যামনগর পৌরসভায় প্রায় ২ বছর পর জম্ম নিবন্ধন জটিলতার অবসান শরণখোলায় বিএনপি নেতার পক্ষে মহিলা দল ও  এতিম শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ  অভয়নগরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার  বিতরণ  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে

উৎসব মুখর পরিবেশে অভয়নগরে প্রথম দিনে ৭৯২ এইচএসসি পরীক্ষার্থী টিকা গ্রহণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৯৯ জন খবরটি পড়েছেন

যশোরের অভয়নগর উপজেলায় ২০২১সালের এইচএসসি (জেনারেল) পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান শুরু হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) প্রথম দিনে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৯১ পরীক্ষার্থীর মধ্যে ৭শ’ ৯২জন টিকা নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৩শ’৫৫ জন পরীক্ষার্থী টিকা গ্রহণ করবেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন, যশোর জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ খায়রুল বাসার প্রমুখ।

সকাল সাড়ে ১০টায় টিকা প্রদান কর্মসূচি পরিদর্শন করেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য জাকির হোসেন হৃদয় প্রমুখ।

দুপুরে পরিদর্শণ করেন, যশোর জেলা শিক্ষা অফিসার এম গোলাম আযম, জেলা পিটিআই সুপার মো. আতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক গাজী হুমায়ুন কবীর, ডিস্ট্রিক্ট ট্রেণিং কো অর্ডিনেটর মো. শাকিরুল ইসলাম, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. কামরুজ্জামান ।

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান জানান, প্রথম দিনে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৯১ জনের মধ্যে ৭শ’ ৯২ জন পরীক্ষার্থী টিকা নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৪০১ ও ছাত্রী ৩৯১ জন। বাকি পরীক্ষার্থীদের অনেকে টিকা নিয়ে ফেলেছেন, অনেক পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে টিকা নিতে পারেননি।

বৃহস্পতিবার একই কেন্দ্রে উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩শ’ ৫৫ জন পরীক্ষার্থীকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। এদিন সকাল সাড়ে ৮টায় পায়রাহাট ইউনাইটেড কলেজের ২শ’ ৪৩ জন, সকাল ১০ টায় নওয়াপাড়া মহিলা কলেজের ১শ’ ৪২ জন, সকাল ১১ টায় নওয়াপাড়া মডেল ডিগ্রী কলেজের ৪শ’ ৪০ জন এবং দুপুর ১ টা ৩০ মিনিট থেকে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ৫শ’ ৩০ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews