বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষার প্রথম দিনের বিকালে অনুষ্ঠিত পরীক্ষায় একজন পরীক্ষার্থী একা বসেই পরীক্ষায় অংশ নিয়েছেন। তার পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্রে দায়িত্বে ছিলেন ৯জন কর্মকর্তা-কর্মচারী।
শুক্রবার বিকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় পরীক্ষা। সরকারি স্বাস্থ্যবিধি মেনে ২০১৪ব্যাচের একজন ক্যাজুয়াল পরীক্ষার্থী পৌরনীতি (কোড-২৬০৬) বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষার্থীর নাম অন্তরা অধিকারী। তার শিক্ষার্থী নং ১৪০১০৮৭৮০১৩।
শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত এই পরীক্ষা চলাকালিন সময়ে দায়িত্বে ছিলেন,বাউবির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক লাভলী খানম, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আমিনুর রহমান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ, কক্ষ পরিদর্শক এসএম এমদাদ হোসেন, সহকারী শিক্ষক শেখ মো. গোলাম রব্বানী ও অভয়নগর থানা পুলিশের একজন প্রতিনিধি। তাছাড়া চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন ২জন।
একজন পরীক্ষার্থীর জন্য ৯জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন দায়িত্বে। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বাউবির নির্দেশনা অনুযায়ী নকলমুক্ত পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
হয়েছে। সকালে অনুষ্ঠিত প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের পরীক্ষায় ৭০জন পরীক্ষার্থী এবং বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষের পৌরনীতি বিষয়ে একজন ক্যাজুয়াল শিক্ষার্থী অংশ নেন।
বাউবির সহকারী পরিচালক লাভলী খানম জানান, শুক্রবার সকাল ও বিকালে নওয়াপাড়া কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি প্রোগ্রামের দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।