1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাঁজা নিয়ে ইবিতে সিনিয়র-জুনিয়র পাল্টাপাল্টি মারধর - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ ‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ জুলাই গণহত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের “জুলাই দ্রোহ” বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে প্রথম সভা করলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত ‘কিলার গ্যাং’ প্যাডে ৫ লাখ টাকার চাঁদা দাবি, পুলিশের হাতে ৫ জন প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ‘বৈষম্যমূলক’ নয়, ব্যাখ্যা দিল মন্ত্রণালয় ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ, মালিক দেশত্যাগের অভিযোগ অভয়নগরে বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা এক বছর ম্যাচই খেলেননি, তিনিই বর্ষসেরা ক্রিকেটার

গাঁজা নিয়ে ইবিতে সিনিয়র-জুনিয়র পাল্টাপাল্টি মারধর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজা সেবনের অভিযোগকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে এবং মঙ্গলবার সকালে ক্যাম্পাসের আমতলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের ৩০৮ নম্বর কক্ষে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে যান জিয়াউর রহমান নামের ইইই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। এসময় ওই কক্ষে অবস্থানরত ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিষ নামের এক শিক্ষার্থী কক্ষের আরেক সিনিয়রকে ফোন দিয়ে আড্ডারতদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেন। ওই সিনিয়র জিয়াকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে জিয়া মাদক সেবনের অভিযোগ অস্বীকার করেন। এসময় তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করে আশিষের কাছে এর কারণ জানতে চান। একপর্যায়ে জিয়া আশিষকে মারধর করেন বলে অভিযোগ আশিষের।

আশিষ বলেন, ‘আমি কক্ষে তাদেরকে গাজাসহ দেখেছি। বিষয়টি আমার কাছে ভালো না লাগায় কক্ষের আরেক সিনিয়রকে বিষয়টি জানাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন।’ তবে জিয়াউর রহমান বলেন, ‘আমরা ওই কক্ষে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। এসময় সিগারেট খেয়েছিলাম কিন্তু গাঁজা সেবন বা এ জাতীয় কিছু করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এজন্য কিছুটা রাগারাগি হয়েছে এবং ধাক্কাধাক্কি হয়।’

এ দিকে, মঙ্গলবার সকাল ১১টায় আশিষের বন্ধু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিক, সাইমন ও নাঈমসহ বেশ কয়েকজন ক্যাম্পাসের আমতলায় জিয়াউর রহমানকে অতর্কিতভাবে মারধর করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে জিয়াউর রহমান বলেন, ‘আমি সকালে আমতলায় চা খাচ্ছিলাম। আশিষের কয়েকজন বন্ধু এসে অতর্কিতভাবে আমাকে প্রকাশ্যে মারধর করে ও লাঞ্চিত করেছে।’

এ প্রসঙ্গে অভিযুক্ত আশিক সাংবাদিকদের বলেন, ‘গতকাল রাতে তারা রুমে এসে আমার বন্ধুকে মারধর করে গেছে। আমরা তখন কি করব? বন্ধুরা তো বন্ধুদের পিছনে যাবেই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি লিখিত বা মৌখিক কোন অভিযোগ পাইনি।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews