1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শালিখার থৈপাড়ায় জোরপুর্বক শিক্ষকের জমি দখলের অভিযোগ - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

শালিখার থৈপাড়ায় জোরপুর্বক শিক্ষকের জমি দখলের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

শালিখা (মাগুরা) প্রতিনিধি।।

শালিখার থৈপাড়া গ্রামে জোর পুর্বক এক শিক্ষকের ৩৪ শতক জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। জমির তোলা সরিশা বাড়িতে নিয়ে ধান রোপন করলেও তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও ইউপি চেয়ারম্যান কোন সুষ্ঠু ব্যাবস্থা নিতে পারেননি। উপযুক্ত ব্যাবস্থা না নেয়াই জীবন আশংকায় চিন্তিত হয়ে পড়েছেন রিন্টু নামের নিরীহ ঐ শিক্ষক। কেননা চেয়ারম্যানের অফিসেই প্রভাবশালী ঐ সুনিল বিশ্বাস হুমকী দিয়ে বলে“জমির আইলে রিন্টু মাস্টার গেলে তার ঠ্যাং কেটে দেব“। দরকার হলে আরো কিছু—ইত্যাদি।

থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুরনজিৎ কুমার বিশ্বাস(রিন্টু) পিতা মৃত রমন কৃষ্ণ বিশ্বাস ৩ বছর আগে ঐ গ্রামের লিটন বিশ্বাস ও নিহার বিশ্বাস উভয় পিং নৃপেন নাথ বিশ্বাস এর কাছ থেকে ৩৪ শতক জমি কবলা দলিল (দলিল নং ১৬২৫ তাং ১২/০৬/১৯ইং) মুলে খরিদ করে ভোগ দখল করে আসছিল। এবারো সে ঐ জমিতে সরিষা বোনে। গত ২৫ জানুয়ারী ২জন শ্রমিক নিয়ে পাকা সরিষা তুলে জমিতে রেখে যাওয়ার পর ২৭ জানুয়ারী ঐ গ্রামের প্রভাবশালী সুনিল বিশ্বাস ও তার ২ ছেলে সুদিপ বিশ্বাস ও পার্থ বিশ্বাস জোর পুর্বক তারা সরিষা বাড়িতে নিয়ে জমি চাষ করে ধান রোপনের চেষ্টা চালায়। রিন্টু মাস্টারের ঐ কবলা দলিলের সাক্ষীও প্রভাবশালী ঐ সুনিল বিশ্বাস।

এ বিষয়ে নিরীহ লোকবলহীন রিন্টু মাস্টার ২৮ জানুয়ারী স্থানীয় ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে ৩১ জানুয়ারী সালিশ বসার কথা হলেও ব্যক্তিগত সমস্যার জন্য চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সালিশ বৈঠক স্থগিত হয়। ঐদিনই প্রভাবশালী সুনিল বিশ্বাস ও তার ২ ছেলে সুদিপ বিশ্বাস ও পার্থ বিশ্বাস জোর পুর্বক জমিতে ধান রোপনের জন্য চাষ দেয়। বিষয়টি চেয়ারম্যানকে অবগত করালে দেখা করার কথা বলেন। ১ ফেব্রুয়ারী দেখা করলে তিনি রিন্টু মাস্টারকে থানায় অভিযোগ করতে বলেন।

থানায় অভিযোগ করলে সিংড়া পুলিশ ফাঁড়ির উপর দায়িত্ব অর্পিত হলে রাতে পুলিশ এসে ঘুরে য়ায়। ৩ ফেব্রুয়ারী চেয়ারম্যান সালিশ বৈঠক করে জানতে পারেন জমিদাতাদের সঙ্গে সুনিল বিশ্বাসের জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে এ অবস্থার উদ্ভব হয়েছে। বিরোধের বিষয়টি মিমাংসার জন্য চেয়ারম্যান ৩ সদস্যের একটি কমিটি করে দেন। তারা হলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শংকর বিশ্বাস,৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক অতিশ বিশ্বাসও প্রাক্তন ইউপি সদস্য নিশিকান্ত সরকার। তারা কয়েকদিন বসাবসি করার মধ্যেই গত ৭ ফেব্রুয়ারী সুনিল বিশ্বাস ঐ জমিতে ধান রোপন শেষ করে এবং রিন্টু মাস্টারকে হাত পা ভাঙ্গা ও গ্রাম ছাড়ার হুমকি দেয়। বিষয়টি যেন জোর যার মুল্লুক তার সামিল হয়েছে।

ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার নিজেই এ বিষয়টির সুরাহা করতে পারেন। অথচ কাল ক্ষেপন কেন?

এ বিষয় নিয়ে থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিপ বিশ্বাস বলেন এলাকার সবাই চেয়ারম্যানের নিজস্ব লোক, তিনি এ বিষয়টির সুরাহার চেষ্টা চালাচ্ছেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শংকর বিশ্বাস বলেন আগামী ২/১ দিনের মধ্যেই এ দ্বন্দের শান্তিপূর্ণ মিমাংসার ব্যাবস্থা হচ্ছে। কাজেই রিন্টু মাস্টারের আতংক বা আশংকার কোন কারন নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews