1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শরণখোলায় মরিয়ম নামে মাদ্রাসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

শরণখোলায় মরিয়ম নামে মাদ্রাসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪২১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের শরণখোলায় মরিয়ম আক্তার (১০) নামে এক মাদ্রাসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৫ মার্চ) সকালে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শিশু খোন্তাকাটা ইউনিয়নের তালতলি গ্রামের বেল্লাল গাজীর মেয়ে। সে রাজৈর এলাকার একটি আবাসিক প্রাইভেট মাদ্রাসায় কোরআন পড়তো।

শিশুটির মা আসমা বেগম জানান, ওইদিন সন্ধ্যা থেকে মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিল না। খোঁজা খুঁজির এক পর্যায়ে রাত ৮টার দিকে ঘরের দোতলার পাটাতনের ওপর মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি। তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মেয়ের মারা যাওয়ার কারণ বলতে পারেননি তিনি। মরিয়ম রাজেশ্বর গ্রামে মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে থাকতো।

শরণখোলা থানার (এসআই) স্বপন কুমার বলেন,শিশুটির পরিবার মরিয়মকে বারবার মাদ্রাসায় যেতে বললে সে কোনো ভাবেই ওই মাদরাসায় যেতে রাজি হয়নি । তাই হয়ত আত্মহত্যা করেছে। 

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লব সাধাক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে, মুখ থেকে ফেনা বের হওয়ার আলামত পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক মনে হলেও ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এব্যাপারে একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews