বিডিটেলিগ্রাফ ডেস্ক।।
ইসরায়েলী দখলদার বাহিনী পবিত্র আল- আকসা মসজিদ চত্তরে করিম জামাল আল-কাওয়াসমি( ১৯ ) নামে এক ফিলিস্তিনী কিশোর কে গুলি করে হত্যা করেছে।
রোববার স্থানীয় সময় আনুমানিক ৪টা ৩০ মিনিটে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের গেট বাব হুত্তাতে এ ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনী ঘটনার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয়। আল-জাজিরা
অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, গুলি করার পর মাটিতে পড়ে আছে করিম, আর একজন ইসরায়েলি অফিসার তার ওপর পা রেখে দাড়িয়ে আছে।
সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি পুলিশ বলছে, দুই অফিসারকে ছুরিকাঘাতের অভিযোগে তাকে হত্যা করা হয়। কথিত ছুরিকাঘাতে ওই দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। কিশোরটি পূর্ব জেরুজালেমের আল-তুর এলাকার বাসিন্দা। ইসরায়েলি বাহিনী কিশোরটিকে হত্যার কয়েক ঘণ্টা পর আল-তুরে অভিযান চালিয়ে তার ভাই ও মাকে গ্রেপ্তার করে।