বন্দুকধারীর গুলিতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কেব্বি রাজ্যে অন্তত ৬২ জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, এই হামলা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সহিংসতা।
ইয়ানসাকাই নামের ওই স্বেচ্ছাসেবক দলটি অস্ত্রধারীদের কাছ থেকে গ্রাম ও শহরকে রক্ষায় কাজ করে। রোববার রাতে সাকাবা এলাকায় বন্ধুকধারীদের আক্রমণের খবর পেয়ে সেখানে যান তারা। দলটির প্রধান উসমান সানি জানিয়েছেন, গেলো জানুয়ারিতে বন্ধুকধারীদের হামলায় ৫০ গ্রামবাসী নিহত হয়। রয়টার্স