ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার টি শর্ত দিয়ে বলেছেন ইউক্রেন যদি এসব শর্ত মেনে নেয় তাহলে তিনি সামরিক অভিযান বন্ধ করবেন।
পুতিনের শর্তগুলো হচ্ছে-
১. ইউক্রেনকে সংবিধান সংশোধন করে নিশ্চিত করতে হবে যে তারা কখনই নেটো সামরিক জোটে যোগ দেবেনা।
২. ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ বলে মেনে নিতে হবে।
৩. পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে দুই অঞ্চলকে – লুহানস্ক পিপলস রিপাবলিক এবং দনিয়েস্ক পিপলস রিপাবলিক – রাশিয়া স্বাধীন দুটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে সেগুলোর সার্বভৌমত্ব মেনে নিতে হবে ইউক্রেনকে।
এই সব শর্ত কি তিনি মানবেন? এ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের কাছে তিনি কী বার্তা দিতে চান? – মার্কিন টিভি চ্যানেল এবিসি’র এই প্রশ্নে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি চাপের মুখে নতি স্বীকার করবেন না কিন্তু তিনি রাশিয়ার এসব দাবি নিয়ে মি. পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত।
নেটোর সদস্যপদ সম্পর্কে তিনি বলেন, “অনেক আগেই আমি এ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেছি। কারণ আমরা বুঝতে পারছি নেটো ইউক্রেনকে নিতে চায় না। নেটো কোনো বিতর্কে জড়াতে চায় না, রাশিয়ার সাথে তারা কোনো সংঘর্ষ চায় না।”
মি. জেলেনস্কি বলেন, “ইউক্রেন এমন দেশ নয় যারা হাঁটু গেড়ে ভিক্ষা চাইবে। আমিও তেমন একজন প্রেসিডেন্ট হতেও চাইনা,” তিনি বলেন, ইউক্রেনের প্রধান চাওয়া তাদের ‘নিরাপত্তার গ্যারান্টি।’ বিবিসি