অভয়নগর প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আসলাম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্লা আনোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, স্বেচ্ছাসেবক নেতা মোরশেদ আলম, জি এম মনিরুজ্জামান মনির, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান রাজন,সাধারণ সম্পাদক খন্দকার ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুরভী,হুমায়ুন কবির,ফিরোজ খান খোকন, জিহাদ কামাল জিতু,ইমরান বিশ্বাস, তরিকুল, প্রান্ত, বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান রাজন।