বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।
জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে বাঘারপাড়া উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অরুপ জ্যোতি ঘোষ সভায় সভাপতিত্বে করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ওসি তদন্ত মকবুল হোসেন , সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকির হোসেন , ডা: মোস্তাক আহম্মেদ , ডা: চিন্ময় মৈত্র, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার , ছবদুল হোসেন খান, জাকির হোসেন , রবিউল ইসলাম , আরিফুল ইসলাম তিব্বত , বাবলু কুমার সাহা, আসাদুজ্জামান মিন্টু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনায় ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি প্রোগ্রাম সুপারভাইজার ডা: দিলশাদ হোসেন।
জলাতঙ্ক রোগ নির্মূলের আওতায় আগামি ১৯ হতে ২৩ জানুয়ারি ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে সকল কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। ৫ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে বলে অবহিতকরণ সভায় জানানো হয়।