বাঘারপাড়া প্রতিনিধি।
যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২৩- ২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা হয়েছে। রোববার দুপুরে পরিষদের হল রুমে চেয়ারম্যান বাবলু কুমার সাহা এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৬৬৬ টাকা , ব্যয় ধরা হয়েছে, ১ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৩৩৩ টাকা , উদ্বৃত্ত রাখা হয়েছে ৭৭ হাজার ৩৩৩ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব সাইদুর রহমান, পরিষদের সদস্য শামছুর রহমান, হাফিজুর রহমান, মাসুদ হাসান , রেবা খাতুনসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।