যশোর সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম মাজাহারকে হত্যাচেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
আজ শুক্রবার (২ জুন) সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যাচেষ্টা চালায়। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
মাজাহারুল ইসলামের অভিযোগ, বাহিনী প্রধান রাসেলসহ তার অনুসারী আনোয়ার, বার্মিচ মাসুম, ইব্রাহিমসহ আট থেকে ৯ জন তার উপর হামলা করে। এসময় তারা মাজাহারুলকে উদ্দেশ্য করে গুলি করে।