শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫০ তম গ্রীষ্মকালীন ফুটবল (বালিকা) প্রতিযোগিতার শ্যামনগর উপজেলার চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪-৩ গোলে ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১১ সেপ্টেম্বর সোমবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন এর সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরমুহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মুহাম্মদ আব্দুল মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আগামী ১৪ ই সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য গত ২০২২সালে দলটি জেলায় রানার্সআপ হয়েছিল। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দ, শিক্ষক -কর্মচারীবৃন্দ ও খেলোয়াড়দের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।