ফরিদপুরের নগরকান্দায় পাট বোঝাই গাড়িতে আগুন লেগে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে তিন ঘটিকায় নগরকান্দা বাজার পাট ব্যবসায়ী ওমেদ আলীর গোডাউন থেকে ৩০১ মন পাট ট্রাক বোঝাই করে উপজেলার তালমা নুর জামান জুটমিলের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার সময় লস্কারদিয়া ইউনিয়নের শশা বড় ব্রীজের কাছে পৌছালে পাটে আগুন লাগে।
পাটের গাড়িতে আগুন দেখে পথচারীদের চিৎকারে গাড়ীর চালক চলন্ত গাড়ি থামিয়ে দেয়। আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। আগুন লাগার খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিবাতে সক্ষম হয়।
পাট ব্যবসায়ী ওমেদ আলী বলেন, ৩০১ মন পাট ৭ লাখ ২০ হাজার টাকা দিয়ে আমার নিকট থেকে তালমা নুর জামান জুটমিল মালিক কিনে নিচ্ছে। আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পাট ব্যবসায়ী ওমেদ আলী বলেন।আমাদের সময়ডটকম