দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছেন একজন ভারতীয় বিশেষজ্ঞ। তিনি সুইডেনের উপসালা ইউনিভার্সিটির শান্তি ও সংঘাত গবেষণা বিভাগের অধ্যাপক অশোক সোয়াইন।
বাংলাদেশ সময় রবিবার (০৭ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) অশোক সোয়াইন লিখেছেনঃ
“আজ বাংলাদেশে নির্বাচন। নির্বাচনের আগে ২০১১ সালে হাসিনা ‘তত্ত্বাবধায়ক সরকার’ অপসারণের পর এটা তৃতীয় প্রতারণামূলক নির্বাচন। বিরোধী দল- বিএনপিকে সন্ত্রাসী দল বলেছেন হাসিনা। বিএনপি নির্বাচন বয়কট করেছে। প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইসি) ভোটের আগেই কত শতাংশ ভোট পড়লো তা জানেন। কি এক প্রহসন!” সূত্র -মানবজমিন