1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
খাজুরা বাজারে রাস্তার ওপর ‘দোকানঘর ও ছাদ’ নির্মাণ - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা ৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান কোহলির ভবিষ্যদ্বাণী, বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত পূর্বপরিচিতের লালসার শিকার শিশু, গ্রেফতার গাড়িচালক হামাসের সঙ্গে মার্কিন বৈঠক, ক্ষুব্ধ ইসরাইল

খাজুরা বাজারে রাস্তার ওপর ‘দোকানঘর ও ছাদ’ নির্মাণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বাঘারপাড়ার খাজুরা বাজারে দিনদিন দখলদারিত্ব বেড়েই চলেছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণকাজ। সর্বশেষ, সোমবার দিনে-দুপুরে বাজারে চলাচলের দীর্ঘদিনের রাস্তা দখলের ঘটনা ঘটেছে। নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্তরা দোকানঘর নির্মাণসহ ওই ইটের রাস্তার ওপর ছাদ দিয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, পথচারী থেকে শুরু করে স্কুলগামী শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে স্থানীয় ভূমি অফিস ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।  

সরেজমিন দেখা যায়, বেলা ১১টায় খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যায়ের পূর্বপ্রান্তে সম্পূর্ণ ইটের রাস্তার ওপর লস্কার মার্কেটের ছাদ বাড়িয়ে দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে। ছাদের কাঠামো ঠেকাতে রাস্তার ওপর রয়েছে লম্বা বাঁশের সারি। বিদ্যালয়ের পশ্চিমে নির্মাণ করা হয়েছে দুটি পাকা দোকানঘর। সেটিও দখল করেছে রাস্তার জায়গা। এতে বাইসাইকেল-মোটরসাইকেল চলাচল তো দূরের কথা, হেটেও যাওয়া যাচ্ছে না। টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত প্রায় ১১০ মিটার রাস্তাটি এখন গলিতে পরিণত হয়েছে। আর যেখানে অবৈধ ওই নির্মাণ কাজ চলছে সেখান থেকে খাজুরা ভূমি অফিসের দুরত্ব প্রায় ১২০ মিটার।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, লস্কার মার্কেটের মালিক জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা মিলন লস্কার ও তার ভাই আলমগীর হোসেন মামুন। তারা দোকানঘর নির্মাণ ও ছাদ দিচ্ছেন। প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়রা জানান, দেশ স্বাধীনের আগে ওই রাস্তাটি তৈরি। সহজ এ পথে প্রতিদিন শতশত মানুষ ও ছোটযানগুলো মূল বাজারে চলাচল করে। তৎকালীন বন্দবিলার চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল ও কাজী কামরুল ইসলাম রাস্তাটি দুই মেয়াদে ইটের সলিং করেন। সর্বশেষ, ২০১৯ সালে বন্দবিলা ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তাটি সংস্কার করা হয়। যেটি বাইপাস ও মুক্তিযোদ্ধা সড়ক হিসেবে পরিচিত। এরপর নভেম্বর মাসে রাস্তার ওপর সীমানা প্রাচীর দিয়ে চলাচল বন্ধ করে দেন লস্কার মার্কেটের মালিকরা। ডিসেম্বরে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয়রা। পরে তৎকালীন ইউএনও’র হস্তক্ষেপে রাস্তা দখলমুক্ত হয়। সম্প্রতি প্রভাব খাটিয়ে রাস্তার ওপর দোকানঘর নির্মাণ ও ছাদ ঢালাই দিয়েছেন লস্কার মার্কেটের মালিকরা। জনগণের চলাচলের স্বার্থে এই ছাদ ভেঙে ফেলার দাবি স্থানীয়দের।  

তবে অভিযুক্ত মার্কেট মালিক মিলন লস্কার জানান ওই রাস্তার জায়গা তাদের। যখন ইটেং সলিং দিয়ে রাস্তা স্থায়ীকরণ করা হয় তখন কেনো বাধা দেননি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৫ বছর তাদের ওপর বাধা ছিল। এখন সবকিছু তাদের নিয়ন্ত্রণে এসেছে। সেজন্য দোকানঘর নির্মাণ ও ছাদ দিচ্ছেন তারা।

শাহীন হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, রাস্তা দেখিয়ে লস্কাররা তার কাছে ৪ শতক জমি বিক্রি করে। আজ যদি সেই রাস্তাই না থাকে তাহলে আমার জমির আর কোনো মূল্য থাকলো না। শুধু তিনিই নন; তার মতো রাস্তার দু’পাশের দোকান মালিক ও ১২ জন ব্যবসায়ীর কপালে এখন চিন্তার ভাঁজ।

বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, রাস্তাটি দীর্ঘদিনের। জনস্বার্থে ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবির পেক্ষিতে রাস্তাটি তৃতীয়বারের মতো ফ্লাট সলিং করা হয়। রাস্তার ওপর ছাদ দেওয়ার বিষয়ে ইউএনও স্যারের নিষেধাজ্ঞা ছিল। তারপরও তারা ছাদ দিয়েছেন। এটা কাম্য নয়।

জানতে চাইলে খাজুরা ভূমি অফিসের কর্মকর্তা বিএম শাহীন রেজা সাংবাদিকদের বলেন, সোমবার সারাদিন অফিসের কাজে বাঘারপাড়ায় ছিলাম। এ বিষয়ে পয়েন্ট টু পয়েন্ট সব সময় ইউএনও-এসিল্যাণ্ড স্যারকে জানাচ্ছি। তারপর নিষেধাজ্ঞা অমান্য করে তারা ছাদ দিল। ওখানে বাধা দিতে গেলে আমি মার খেতাম।  

বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া জানান, সোমবার ছাদ দেওয়ার খবরটি তার জানা ছিলো না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।   ##

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews