বিলাল মাহিনী।। জাতীয় ঐক্য ও সংহতি নাগরিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এ জন্য, প্রতিটি জেলা উপজেলায় সংলাপ / ডিবেট হওয়া দরকার। যেখানে রাজনৈতিক দলের নেতা ছাড়াও শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি রাখলে ভালো হয়। বিশেষ করে রাজনীতির নতুন বন্দোবস্তের জন্য, সংবিধান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার ও বিশেষভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য সারাদেশে, শিক্ষা প্রতিষ্ঠানে ছায়া সংসদের ন্যায় ডিবেট দরকার। এরপর গরিষ্ঠ সংখ্যক মতামতের ভিত্তিতে একটা নতুন রাষ্ট্রীয় বন্দবস্ত হওয়া সময়ের দাবি।
স্বাধীনতার ঘোষণা পত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাল ন্যায়বিচার হোক বাংলাদেশি জনগণের জন্য রক্ষাকবচ। “লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না” বাংলার দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এই স্লোগান অম্লান থাকুক আমাদের জাতীয় জীবনে।