রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার। দেবহাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে, সকাল ১১ টায় সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ,হাজ্বী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজে, দেবহাটা কলেজে ও মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়।
সখিপুর খান বাহাদুর আহছানউল্লা কলেজর আলোচনা সভার বক্তব্য রাখেন কলেজে অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সরকারী অধ্যাপক আকবার আলী,অধ্যাপক আবু তালেব,অধ্যাপক, অধ্যাপক প্রদিপ কুমার,অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যপক আব্দুর রহমান প্রমুখ।
একই সময় হাজ্বী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যাপক আবুল কালাম, সরকারী অধ্যাপক নজরুল ইসলাম সহ আরো অনেকে।