বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসের মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। র্যালি শেষে এদিন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসি তদন্ত মকবুল হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।