স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)। অভয়নগর উপজেলার কোটা গ্রামে মুখ ধুতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে আল আমিন বিশ্বাস (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম জানান, কোটা গ্রামের আকবার আলী বিশ্বাসের শিশু পুত্র আল আমিন শনিবার ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরে পুকুরে মুখ ধুতে গেলে পা পিছলে পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে না পেয়ে খুঁজতে গিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।