দেবহাটা প্রতিনিধি। বাংলাদেশে জানুয়ারি মাসকেই শীতের মাস বলা হয়। প্রতিটা দিন মৌসুমের সর্বোচ্চ শীত অনুভূতি হয়েছে। এই শীত সামনে আরও বাড়বে। আর সেই সাথে সাথে দেবহাটায় কনকনে শীত আর ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত, জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেবহাটাতে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। দুপুর ১২ টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। কুয়াশার কারণে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোটবড় যানবাহন। (১লা জানুয়ারি) সন্ধ্যা থেকেই কুয়াশায় ঢেকে যায় পুরো উপজেলা জুড়ে। ঠিক তখনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতের আঁধারে ও দিনের বেলায় অসহায় গরিব-দুঃখীদের কম্বল বিতরণে করছে। অনেক সময় বিএনপি’র ও জামায়াতের উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন সময় কম্বল বিতরণ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, উপজেলার দুস্থ শীতার্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে ১২০০ শত এবং দ্বিতীয় পর্যায়ে আরো কম্বল আসবে বলে আশা করেন তিনি। ইতোমধ্যেই কম্বলগুলো উপজেলার এতিমখানা সহ, হিন্নমুল মানুষ ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।