বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারী পথভ্রষ্ট সাদপন্থীদের সকল কর্মকান্ড নিষিদ্ধের দাবিতে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সর্বস্তরের ওলামায়ে কেরাম, তাবলীগী সাথী ও তৌহিদী জনতার উদ্যোগে উপজেলা সদরের চৌরাস্তার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুফতি মাছুম বিল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মহিবুল্লাহ হাবিবী, মুফতি রশিদ আহম্মদ, মুফতি মোহাম্মদ ইউনুস তরফদার, মুফতি রিয়াজুল ইসলাম, মুফতি মুস্তাকি বিল্লাহ, মুফতি মাহমুদুল হাসান, মুফতি তাওহীদুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা সদরের বিক্ষোভ মিছিল বের হয়।