বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আয়োজনে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত হয়।
পিএফজি’র সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু’র সঞ্চালনায় অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। এসময় প্রকল্পের মূল বক্তব্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ড. নাজমুন নাহার নুর লুবনা, যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম ।
বক্তরা এসময় বলেন, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে মিলে মিশে একতাবদ্ধ হয়ে থাকলে যেকোন কার্যক্রমে সফলতা অর্জন করা সম্ভব। সকল ধর্মে শান্তি ও সম্প্রীতির জন্য মানবিক আচরণ করতে উৎসাহিত করা হয় । এক্ষেত্রে শান্তির লক্ষ্যে উদার, সহিষ্ণু, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে। জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা পরিহার করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। সকল ক্ষেত্রে বৈষম্য দুর করে সম্প্রীতি বজায় রাখতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা,বিএনপি নেতা প্রভাষক মাসুদ আলম টিপু, মুফতি সাইয়েদুল ইসলাম, পুজা পরিষদ নেতা প্রণয় সরকার, আদিবাসি নেতা প্রহল্লাদ কুমার মন্ডল, রেভা: উত্তম কুমার মন্ডল, পুরোহিত রতন আচার্য, হরিনাথ বিশ্বাস, বিকাশ দাশসহ সংলাপে পিএফজি সদস্যবৃন্দ, সকল ধর্মের ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান।