নিজস্ব প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়ায় একটি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও শীতবস্ত্র বিতরণে বাঁধার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেটে এ ঘটনা ঘটে।
আয়োজককারীদের একজন জানান, গতকাল ২৫ জানুয়ারি শুক্রবার বিকালে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্ত¡রে বাঘারপাড়া সমাজ কল্যাণ ক্লাব নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতারণের অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিলো উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের।
অনুষ্ঠানের শুরুতে বাঘারপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক তাসকিন তানহা নাঈম, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্র দলের সদস্য সচিব হৃদয় তারেক, ছাত্রদল নেতা রুহুল আমীন, পৌর যুবদলের সদস্য সচিব বাবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ রহমান, যুবদল নেতা রবিউল ইসলাম রবি, বুলবুল আহম্মেদ ও রায়হানের নেতৃত্বে কম্বল বিতরণের অনুষ্ঠান পন্ড করে দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সমাজ কল্যাণ ক্লাবের কয়েকজনকে মারপিটও করা হয়।
বাঘারপাড়া সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি নাসিফ খান লিটন জানিয়েছেন, সমাজ কল্যাণ ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡রে র্যালী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি ছিলেন।
আমারা উপজেলা পরিষদের ভেতরে অনুষ্ঠান শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা উপজেলা গেটে আমাদের কয়েকজন সদস্যকে পারপিট করে তাড়িয়ে দেয়। বিষয়টি আমারা প্রতিরোধের চেষ্টা করলে তারা আমাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে ঘটনাস্থলে পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করে।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম জানিয়েছেন, কম্বল বিতরণের বিষয়টি পুলিশ আগে থেকে কিছুই জানত না। যখন বিশৃঙ্খলার বিষয়টি শুনেছি তাৎক্ষনিকভাবে ফোর্স পাঠিয়ে তা নিয়ন্ত্রনে আনা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানিয়েছেন, ’কম্বল বিতরণের জন্য সমাজ কল্যাণ ক্লাব যথেষ্টভাবে সজ্জিত ছিলো না। আমি অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার কার্যালয়েই অবস্থান করছিলাম। অনুষ্ঠান শুরুর আগেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষনাতভাবে ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করে’।