বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে (৩১ জানুয়ারি) শুক্রবার দুপুরে এ সংক্রান্ত বিষয়ে সভাপতিত্ব করেন বীরপ্রতিক ইসহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। উপস্থিত ছিলেন, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, পিএফজি কোঅর্ডিনেটর ইকরামুল কবির মিঠু, পিস অ্যাম্বাসেডর দিলরুবা পারভিন ও হাফিজুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং এক্সপার্ট উত্তম কুমার সরকার ও দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জাবেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান ও ইয়ুথ লিডার অজয় বিশ্বাস।
অনুষ্ঠানে প্রশিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর অঙ্গীকার করেন। প্রশিক্ষণটি তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ২৯ জানুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণে ৯ জন নারী ১১ জন পুরুষ যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।