বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় বিরোধপূর্ণ জমিতে আদালতে মামলা চলমান থাকার পরেও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে পিজুস বিশ্বাস ও রাজু বিশ্বাস নামে দুই সহোদরের বিরুদ্ধে। পিজুস ও রাজু দরাজহাট ইউনিয়নের সুখদেবপুর গ্রামের মৃত সুভাস বিশ্বাসের ছেলে।
অভিযোগকারী মামলার বাদী একই গ্রামের ভোলানাথ বিশ্বাসের ছেলে তুহিন বিশ্বাস জানান, আল্লাইপুর মৌজায় আর এস ৪ দাগে ৮ শতক এবং ৭ দাগে ২৭ শতক মোট ৩৫ শতকের মধ্যে ৩০.৫০ শতক জমিতে গত বছরের ১৭ ডিসেম্বর হতে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তুু গতকয়েক দিন ধরে বিবাদী পক্ষ বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে।
এ বিষয়ে অভিযুক্ত পিজুস বিশ্বাস বিরোধী জমির মালিকানা দাবি করে বলেন,‘আমাদের জমিতে আমরা নির্মাণ কাজ করতেছি। আমাদের মালিকানার সকল কাগজপত্র আছে। কিন্তু বাদীপক্ষ অহেতুক আমাদের হয়রানি করছে।’
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল । নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।